Preface of Chairman
বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি
সভাপতি
বিদ্যালয় ম্যানেজিং কমিটি
ও
স্টেশন কমান্ডার
পরম করনাময় মহান আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারি।শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য, দেশ ও জাতির কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃত এক সামাজিক প্রতিষ্ঠান হলো বিদ্যালয় ।ডিজিটাল বাংলাদেশ: এই ছায়াতলে ২০২১ সালের মধ্যে দেশকে একটি ডিজিটাল প্লাটফর্ম নেয়ার লক্ষ্যে বর্তমান গনতান্ত্রিক সরকার সচেষ্ঠ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমরা তার অংশিজন হিসেবে আমাদের দায়িত্ব পালনে বদ্ধ পরিকর।