Code of Conduct for Students
ছাত্র/ছাত্রীর জ্ঞাতার্থে
শুধু পড়াশুনা নয়, ভাল ছাত্র/ছাত্রীর সংজ্ঞা আরো ব্যাপক। একজন শিক্ষার্থীকে আদশ্য ছাত্র/ছাত্রী হিসাবে গড়ে উঠতে প্রতিষ্ঠানের নিয়ম কানুন ও সামাজিক প্রথা মেনে চলতে হবে।
- প্রত্যেক শিক্ষাথীকে নিয়মিত এবং সময়মত পরিষ্কার পরিচ্ছন্ন পোষাকে স্কুলে আসতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীকে তার স্ব-স্ব সামগ্রী (যথা- বই , খাতা, পেন্সিল, রাবার প্রভৃতি রক্ষণাবেক্ষণ করতে হবে।
- স্কুলে কোন অপ্রয়োজনীয় ও মূল্যবান জিনিস পত্র আনা চলবে না।
- সকল শিক্ষক/শিক্ষিকার আদেশ উপদেশ ও নির্দেশ পালন করতে হবে এবং তাঁদের সম্মান প্রদর্শন করতে হবে।
- সহপাঠিদের সাথে হৃদ্বতর্পূণ ব্যবহার করতে হবে বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং ছোটদের প্রতি সহানুভূতি ও স্নেহ প্রদর্শন করতে হবে।
- বারান্দায় দৌড়াদৌড়ি, হৈ চৈ করা যাবে না।
- শ্রেণীকক্ষে গোলমাল না করে নিজ নিজ শ্রেণী নেতা/নেত্রীর আদেশ মেনে চলতে হবে।
- চুল ও হাতের নখ বড় না রাখা। হাতে নেল পালিশ, ফিংগার রিং, চেন, মালা ও ঝুলন্ত দুল ব্যবহার না করা।
- সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ গ্রহণ বাধ্যতামূলক।
- স্কুল থেকে পালানো এবং স্কুলে সিভিল ড্রেসে আসা সম্পূন্ন নিষিদ্ধ।
- বিদ্যালয় শ্রেণী কক্ষ ও বিদ্যালয় চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ছাত্র/ছাত্র্রীদের।
- কটুক্তি/অশ্লীল্ ইংগিত না করা।
- ডায়েরী পাতা ছেড়া বা কাটা (বিশেষ করে শিক্ষক-অভিভাবক অংশ) সম্পূন্ন নিষেধ।
- অভিভাবকের স্বাক্ষর নকল না করা।
- শ্রেণীকক্ষ, বাথরুমের দেয়াল এবং টেবিল, চেয়ার, বেঞ্চে লিখা সম্পুন্ন নিষেধ।
- প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ (টেবিল, চেয়ার, বেঞ্চ, সু্ইচ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি নষ্ট না করা।
- পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করা।
*** 1-12 নং অপরাধের জন্য শ্রেণীতে শাস্তি ও অভিভাবককে অবহিত করা হবে। 13-17 নং অপরাধের জন্য উপরোক্ত শাস্তি প্রদান এবং প্রয়োজনে স্কুল থেকে বহিস্কার করা যেতে পারে।***