Today [Today] Total Present Absent View
Student 1200 1000 200 Details...
Teachers 170 165 5 Details...
Stuffs 200 198 2 Details...
Vacant Info Total Class/ Depertment/ Field
Student 40 Click to see available possition
Teacher 7 Click to see available possition
Stuffs 3 Click to see available possition
More Statistics

Instruction for guardian

অভিভাবকের জ্ঞাতার্থে

 

  1. নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল 8 টার পূর্বে সন্তানকে সঠিক ও পরিচ্ছন্ন পোশাকে এবং উপকরণাদি সহ বিদ্যালয়ে পাঠাবেন।
  2. হাত, পায়ের নখ কাটা, দাঁত পরিস্কার রাখা, চুল কাটা ও আঁচড়ানো, চোখ-মুখ পরিস্কার রাখা, ও অন্যান্য কাজের প্রতি দৃষ্টি রাখবেন।
  3. নির্ধারিত সময়ের মধ্যে আপনার সন্তানের মাসিক বেতন পরিশোধ করতে হবে। (পুনঃভর্তি ফি মাসিক বেতনের সমতুল্য।)
  4. আপনার সন্তানের লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ একান্ত কাম্য।
  5. শারীরিক অসুস্থতার কারণে আপনার সন্তান পরীক্ষা দিতে অসমর্থ হলে পরীক্ষার পূর্বে্ ডাক্তারী সনদপত্রসহ দরখাস্তের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে হবে।
  6. বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শৃঙ্খলা রক্ষার খাতিরে আপনার সন্তানের অমার্জনীয় অপরাধের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করতে পারে।
  7. পরীক্ষায় অসদুপায় অবলম্বন করাও অমার্জনীয় অপরাধ বলে গণ্য হবে।
  8. আপনার বক্তব্য ডায়েরীতে লিখে শ্রেণি শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পারেন।
  9. বিদ্যালয় চলাকালীন সময়ে আপনার সন্তানের সাথে দেখা করার প্রয়োজন হলে কর্তব্যরত পিয়নকে বলুন।
  10. আপনার সন্তান পূর্ব অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারবে না।
  11. কোন মাসের টিউশন ফি সেই মাসের 26 তারিখের মধ্যে পরিশোধ করা না হলে তার পরবর্তী মাসে ছাত্র-ছাত্রীর নাম কাটা যাবে। সেক্ষেত্রে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা পুনঃভর্তি ফি হিসেবে জমা দিয়ে পুনঃভর্তি হতে হবে।
  12. শিশু শ্রেণী হতে 2য় শ্রেণীর অভিভাবক অভিভাবিকাগণ সকাল 9টা হতে বেলা 11 টা পর্যন্ত নির্ধারিত দিনে স্কুল অফিসে বেতন জমা করতে পারবেন।
  13. পুনঃভর্তি ফি বেতনের সমপরিমাণ টাকা।
  14. এক নাগাড়ে 3 মাস বেতন বাকি পড়লে সংশ্লিষ্ট ছাত্রের নাম ছাত্র হাজিরা থেকে বাদ দেয়া হবে।
  15. পরীক্ষার ফলাফল গড় ভিত্তিক হয়ে থাকে, বিধায় প্রতিটি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ আপনার সন্তানের জন্য আবশ্যক।

 

Our College is the best choice for your Child