Instruction for guardian
অভিভাবকের জ্ঞাতার্থে
- নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল 8 টার পূর্বে সন্তানকে সঠিক ও পরিচ্ছন্ন পোশাকে এবং উপকরণাদি সহ বিদ্যালয়ে পাঠাবেন।
- হাত, পায়ের নখ কাটা, দাঁত পরিস্কার রাখা, চুল কাটা ও আঁচড়ানো, চোখ-মুখ পরিস্কার রাখা, ও অন্যান্য কাজের প্রতি দৃষ্টি রাখবেন।
- নির্ধারিত সময়ের মধ্যে আপনার সন্তানের মাসিক বেতন পরিশোধ করতে হবে। (পুনঃভর্তি ফি মাসিক বেতনের সমতুল্য।)
- আপনার সন্তানের লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ একান্ত কাম্য।
- শারীরিক অসুস্থতার কারণে আপনার সন্তান পরীক্ষা দিতে অসমর্থ হলে পরীক্ষার পূর্বে্ ডাক্তারী সনদপত্রসহ দরখাস্তের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে হবে।
- বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শৃঙ্খলা রক্ষার খাতিরে আপনার সন্তানের অমার্জনীয় অপরাধের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করতে পারে।
- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করাও অমার্জনীয় অপরাধ বলে গণ্য হবে।
- আপনার বক্তব্য ডায়েরীতে লিখে শ্রেণি শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পারেন।
- বিদ্যালয় চলাকালীন সময়ে আপনার সন্তানের সাথে দেখা করার প্রয়োজন হলে কর্তব্যরত পিয়নকে বলুন।
- আপনার সন্তান পূর্ব অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারবে না।
- কোন মাসের টিউশন ফি সেই মাসের 26 তারিখের মধ্যে পরিশোধ করা না হলে তার পরবর্তী মাসে ছাত্র-ছাত্রীর নাম কাটা যাবে। সেক্ষেত্রে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা পুনঃভর্তি ফি হিসেবে জমা দিয়ে পুনঃভর্তি হতে হবে।
- শিশু শ্রেণী হতে 2য় শ্রেণীর অভিভাবক অভিভাবিকাগণ সকাল 9টা হতে বেলা 11 টা পর্যন্ত নির্ধারিত দিনে স্কুল অফিসে বেতন জমা করতে পারবেন।
- পুনঃভর্তি ফি বেতনের সমপরিমাণ টাকা।
- এক নাগাড়ে 3 মাস বেতন বাকি পড়লে সংশ্লিষ্ট ছাত্রের নাম ছাত্র হাজিরা থেকে বাদ দেয়া হবে।
- পরীক্ষার ফলাফল গড় ভিত্তিক হয়ে থাকে, বিধায় প্রতিটি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ আপনার সন্তানের জন্য আবশ্যক।